Liger Movie Story 2022

অভিনেতা: বিজয় দেবেরাকোন্ডা,অনন্যা পান্ডে,মাইক টাইসন,রম্যা কৃষ্ণন,রণিত রায়,মকরন্দ দেশপান্ডে

পরিচালক:  পুরী জগন্নাথ

ছবির ধরন: Hindi, Drama, Romance, Action

সময়সীমা :  2 Hrs 20 Min

 


রগচটা ছেলে লাইগারকে (Vijay Deverakonda) কষ্ট করে মানুষ করেছে তার মা বালামণি (Ramya Krishnan) মায়ের ইচ্ছা ছেলে তার বাবার মতো জনপ্রিয় MMA Fighter হবে। সেই ইচ্ছাপূরণের জন্য লাইগারকে মুম্বইয়ে নিয়ে আসে বালামণি। নামজাদা কোচের (Ronit Roy) কাছে প্রশিক্ষণ দেওয়ানোর চেষ্টা করে ছেলেকে। বালামণির আশা Liger ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতবে। কিন্তু, হয় ঠিক উলটোটা। MMA ফাইটার হওয়ার পরিবর্তে তাঁর প্রায়োরিটি হয়ে ওঠে ভালোবাসা। সোশ্যাল মিডিয়া তারকা তানিয়ার (Ananya Panday) প্রেমে পাগল হয়ে ওঠে লাইগার। তবে শুধুমাত্র গরিব নায়ক এবং ধনী নায়িকার প্রেমের কাহিনি নয় লাইগার। বরং চেনা প্লটের উপর ভিত্তি করে গড়ে তোলা এই ছবিকে ভিন্ন স্বাদের করে তোলার মারাত্মক চেষ্টা করা হয়েছে। পুরনো ওয়াইনকে জোর করে বোতলবন্দি করার এই চেষ্টা খুব একটা সফল হয়েছে তা নয়। সিনেমায় আচমকা লাইগারের আইডল মাইক টাইসনের (Mike Tyson) এন্ট্রি দর্শককে খানিক ঘাবড়েই দেয়।

পুরী জগন্নাথের সিনেমায় যুক্তির পাল্লা বরাবরই একটু হালকা থাকে। তবে লাইগার ছবির কোনও চরিত্রই স্ট্রং নয়। বিজয় কখনও নিজের অভিনয় দিয়ে, কখনও আবার লুক দিয়ে দর্শকের মন জেতার চেষ্টা করেছেন বটে। তবে তাঁর একার লড়াইয়ে এই ছবি দাঁড় করানো সম্ভব ছিল না। আজকের যুগে দাঁড়িয়ে ছবির চিত্রনাট্য অনেক বেশি স্মার্ট করা উচিত। কিন্তু, লাইগার ছবির স্ক্রিপ্ট বড্ড বোকা বোকা।

 

ছবির একটা পর্যায়ে মহিলাদের খানিক ছোটই করা হয়েছে। বালামণি তাঁর ছেলেকে তানিয়ার মতো Deyyalu (ডাইনি)-দের থেকে দূরে থাকতে বলছে, এই দৃশ্যটি দেখে অনেকেই চটে যেতে বাধ্য। রম্যার চরিত্রের দাবি, নারীরা পুরুষদের লক্ষ্যচ্যুত করে। বর্তমান যুগে দাঁড়িয়ে এই ধরনের ডায়ালগ বড্ড বেমানান। ছবিতে অনন্যা পান্ডের চরিত্রেরও কোনও শেড নেই। তাঁর অভিনয়ও খুব একটা ভালো নয়।

 

Liger সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই লাউড। ছবি চলাকালীন সেই আবহ সংগীত খানিক বিরক্তিকরই বটে। রিলিজের আগে পুরী জগন্নাথ পরিচালিত এই ছবিটি নিয়ে মারাত্মক 'হাইপ' হয়েছিল। বলাবাহুল্য, সেভাবে জমেনি এই সিনেমা। ছবির শুরুর পর এত তাড়াতাড়ি হলের এক্সিট সাইন হাতছানি দেবে, সেটা আগে কল্পনা করা যায়নি। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে Vijay Deverakonda- ছবি Liger যে ভাষায় ছবিটি দেখবেন, সেই ভাষাতে ছবি দেখে বিরক্তির উদ্রেক হতে বাধ্য।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url