Siya Movie Story 2022
ভারতের বিভিন্ন এলাকায় আজও মেয়েদের হেনস্থার শিকার হতে হয়। কখনও শারীরিক নির্যাতন চলে, কখনও আবার মানসিক। সমাজের নিষ্ঠুর এক রূপ ফুটিয়ে তোলা হয়েছে Siya ছবিতে। বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আজও কী ভাবে লড়াই করতে হয় সিয়াদের, সেটাই দেখানো হয়েছে মণীশ মুন্দ্রার এই ছবিতে। পুরুষতান্ত্রিক সমাজের মুখোশ খোলার এক অসাধারণ প্রচেষ্টা করেছেন পরিচালক। বাস্তবধর্মী এই সিনেমার মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন সমাজ এবং আইন ব্যবস্থাকে।
গণধর্ষনের শিকার সীতা (পূজা পান্ডে) ধর্ষকদের কাছ থেকে কোনওক্রমে মুক্তি পায়। দোষীদের শাস্তি হয় ঠিকই। কিন্তু, কিছুদিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যায় তারা। সীতা এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। ফলত পরিবারের লোকজন তাকে সবকিছু ভুলে যাওয়ার কথা বলতে থাকে। তার বাবা-কাকারা দোষীর সঙ্গেই তার বিয়ে দেওয়ার কথাও বলেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ন্যায়ের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয় সীতা ওরফে সিয়া। তার পাশে দাঁড়ায় পরিবারের বন্ধু মহেন্দ্র (বিনীত কুমার সিং)। পেশায় আইনজীবী সে। ফলে সিয়ার সঙ্গে হওয়া অন্যায় মেনে নিতে পারে না মহেন্দ্র। ফলে তাকে সাহায্য করার আশ্বাস দেয় সে।
অবশ্য সিয়ার লড়াইয়ের সিদ্ধান্ত গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিল মহেন্দ্র। কারণ, সেই সময় সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বরং হেনস্থা হতে হয়েছে নির্যাতিতার পরিবারকে। তাই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছিল মহেন্দ্র। এরপরেই শিরোনামে চলে আসে দেবগঞ্জ গ্রামের ঘটনা।
বিষয়টি জানাজানি হওয়ার পরেই নড়েচড়ে বসে স্থানীয় নেতা। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখতে বলে সে। নেতার চাপে নাটকীয় অভিযান চালিয়ে দোষীদের পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা হয় সীতাকে। তাকে দিল্লিতে নিয়ে চলে যায় তার বাবা। তবে পরে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে গ্রামে ফেরে সীতা। এরপরেই শুরু হয় অত্যাচার। তার বাবাকে পুড়িয়ে মারা হয়। বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বিষয়টি স্থানীয় প্রশাসনের হাতের বাইরে চলে যায়। ঘটনার তদন্তভার নেয় CBI। অবশেষে প্রকাশ্যে আসে আরও এক ভয়ংকর তথ্য।
সীতা জানায়, এলাকার ক্ষমতাবান রাজনীতিক তাকে ধর্ষন করেছে অতীতে। এই খবর প্রকাশ্যে আসতে তুলকালাম শুরু হয়। দ্রুতগতিতে তদন্ত চালিয়ে অভিযুক্ত রাজনীতিককে হেফাজতে নেয় CBI। কিন্তু, একের পর এক প্রিয় মানুষকে হারিয়ে আখেরে কি ন্যায় পেল সিয়া? ছবির শেষভাগে তার কাতর প্রশ্নই বারবার কানে বাজতে থাকে, "সকলকে হারিয়ে ন্যায় পেয়ে কী লাভ?"
হাথরস বা উন্নাওয়ের মতো ঘটনাগুলিকেই Siya ছবির চিত্রনাট্যে ফুটিয়ে তোলা হয়েছে। ছবির মূল চরিত্রে পূজা পান্ডে সত্যিই অসাধারণ অভিনয় করেছেন। ছবির বাকি অভিনেতারাও বাস্তবকে ফুটিয়ে তুলেছেন নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url