Murder By The Sea Movie Story 2022
বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরী। বঙ্গোপসাগরের জলে মিশে আছে কত নস্টালজিয়া! কিন্তু, এই সাগর পাড়েই যদি আচমকা খুন হয়, তাহলে? এই প্রেক্ষাপটে নিজের গোয়েন্দা সিরিজ Murder By The Sea-র কাহিনি বুনেছেন পরিচালক অঞ্জন দত্ত। আটটি এপিসোডের মধ্যে ছিমছাম এক মার্ডার মিস্ট্রি ফুটিয়ে তুলেছেন পরিচালক। গল্পের শুরু হয় বুলেটের শব্দে। এরপর অর্পিতা সেন (অনন্যা চট্টোপাধ্যায়) নামের এক লেখিকাকে পর্দায় দেখতে পাওয়া যায়। তাঁর দুঃস্বপ্নময় ছেলেবেলার কাহিনি দিয়েই মূল গল্প শুরু করেন পরিচালক। সমুদ্রের তীরে বসে ফেলে আসা জীবনের টুকরো গল্পগুলো জুড়ছিল অর্পিতা। এই সময় তার আলাপ হয় অরুণ রায়ের (রূপঙ্কর বাগচী) সঙ্গে। নানা কথার মধ্যে দিয়ে অরুণ তাকে বিজয় রায়ের (সুমন্ত মুখোপাধ্যায়) প্রাইভেট পার্টিতে শামিল হওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। কিন্তু, ওই পার্টিতে ঢোকার পর বেশ তিক্ত অভিজ্ঞতার শিকার হয় অর্পিতা। সে দ্রুত বেরিয়ে আসে। তবে তার পরিচয় হয় বেশ কিছু ইন্টারেস্টিং চরিত্রের সঙ্গে। পেশায় সাইকিক বিমলা মিশ্র (পায়েল সরকার), আইনজীবী বরুণ সামন্ত (সুজন মুখোপাধ্যায়), হোটেলিয়র অর্জুন রায় (অর্জুন চক্রবর্তী), সেক্রেটারি রমেন দাস (সুপ্রভাত দাস), সংগীত শিল্পী রীনা দাসদের (তৃণা সাহা) সঙ্গে আলাপ হওয়ার পর তাদের কথাই মাথায় ঘুরতে থাকে অর্পিতার। এমন সময় পর্দায় এন্ট্রি নেয় তার স্বামী এবং পেশায় পরিচালক রাজা সেন (অঞ্জন দত্ত)।
গল্প নয়া বাঁক নেয় যখন অর্পিতা সমুদ্রের পাড়ে বিজয় রায়ের মৃতদেহ খুঁজে পায়। সে এবং তার স্বামী পুলিশ অফিসার রাউতকে খবর দেয়। শুরু হয় তদন্ত। এদিকে অর্পিতা নিজে ওই ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে হয় শার্লক আর তার স্বামীকে ওয়াটসন বানায় সে। অঞ্জন দত্ত এই মার্ডার মিস্ট্রির মাঝে কিছু জায়গায় সুন্দরভাবে হাস্যরসের ব্যবহার করেছেন। কিন্তু, এরই ফাঁকে ঘটে যায় আরও একটি খুন। অতীতের কালো ছায়া খুব স্পষ্ট হয়ে ওঠে। গল্পের শেষে দুর্দান্ত এক টুইস্ট এনেছেন পরিচালক। তবে শেষ এপিসোডের গতি আচমকাই বেড়ে যাওয়ায় বিষয়টি একটু জটিল হয়ে গিয়েছে। ২৪ মিনিটের আটটি এপিসোডে কাহিনি শেষ করার জন্যই যে পরিচালককে আচমকাই গল্পের গতি বাড়াতে হয়েছে তা পরিষ্কার। তবে এর জন্য খানিকটা জার্ক এসেছে। Agatha Christie-র Murder On The Orient Express এর কিছুটা ছোঁয়া রয়েছে এই গল্পে। তবে পরিচালক গল্প শেষ করেছেন নিজের কায়দায়।
অনন্যা চট্টোপাধ্যায় বাইপোলার লেখিকার চরিত্রে বেশ ভালো। সাবলীল অভিনয় করেছেন তৃণা সাহা, অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, সব্যসাচী দাস, রূপঙ্কর বাগচীরা। অঞ্জন দত্তও দুরন্ত অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন। তৃণা এবং অর্জুনের ঝগড়া দেখলে মনে হয় বাস্তবেই কোনও কাপলের ঝগড়া দেখছেন। ছোট একটি চরিত্রে অলিভিয়া সরকারও বেশ ভালো কাজ করেছেন। সবমিলিয়ে Murder By The Sea কিন্তু দেখে ফেলতেই পারেন। ঠকবেন না!
Download link 👇🏻
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url