রকেট্রি-দ্য নাম্বি 2022
রকেট্রি-
দ্য নাম্বি এফেক্ট নাম্বি নারায়ণের গল্প সেরকমই একটা কাহিনি। এ কাহিনি দেখার পর এরপর
আপনি স্থির থাকতে পারবেন না। যারা রকেট্রি-দ্য নাম্বি সম্পর্কে জানেন না, তাঁরা বিষয়টি
নিয়ে সচেতন হবেন, আর যাঁরা ইতিমধ্যেই এ নিয়ে জানেন, তাঁদের কাছে এটা বিস্ময়কর উদ্ঘাটন
হিসেবে দেখা দেবে”।
রকেট্রি-
দ্য নাম্বি এফেক্ট মুক্তি পাবে ইংরাজী, হিন্দি ও তামিল এই তিনটি ভাষায়।
অল্প গল্প: 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবিটি ISRO-র বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের আধারে তৈরি করা হয়েছে। দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং চাকরির প্রতি নিষ্ঠা থাকায় কত বড় মূল্য দিতে হয়েছিল এই বিজ্ঞানীকে, সেই কাহিনিই দেখানো হয়েছে ছবিটিতে।
কেমন হল?
ছবির শুরুতেই Nambi Narayanan এর গ্রেফতারির মুহূর্ত দেখানো হয়েছে। পরিচালক আর মাধবন সিনেমার প্রথম দৃশ্যে নাম্বির পরিবারকে দেখিয়েছেন। হাসিঠাট্টার মাঝেই আচমকা দুয়ারে এসে হাজির হয় বিপদ। গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় নাম্বিকে।
কাট টু বর্তমান। গ্রেফতারির ১৯ বছর পর নাম্বির সাক্ষাৎকার নেওয়ার তোড়জোড় চলছে। এই সাক্ষাৎকারের মধ্যে দিয়েই গোটা ছবির কাহিনি বুনেছেন মাধবন। ছবিতে ন্যায়ের জন্য নাম্বির লড়াই দেখানো হয়েছে। পাশাপাশি, ফুটিয়ে তোলা হয়েছে তাঁর দেশাত্মবোধ। বিজ্ঞানের প্রতি তাঁর প্যাশনও ফুটে উঠেছে এই ছবিতে। বলিউডের সুপারস্টার শাহরুখকে ছবিতে নাম্বির ইন্টারভিউ নিতে দেখা গিয়েছে। ISRO ভারতের প্রথম স্যাটেলাইটটিকে মঙ্গলে পাঠিয়েছে এমন প্রেক্ষাপটে শাহরুখ খানের সঙ্গে পুরনো বিষয় নিয়ে আলোচনা করতে বসেছেন। এমনটাই দেখানো হয়েছে ওই ছবিতে।
এরপরেই নাম্বির পুরনো জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দর্শককে। দেখানো হয়েছে, নিজের স্বপ্নপূরণের জন্য ছুটছেন প্রতিভাবান বিজ্ঞানী। নাম্বির PhD Programme এ সুযোগ পাওয়া থেকে NASA তে চাকরি পাওয়া পর্যন্ত সবকিছুই দেখানো হয়েছে এই ছবিতে। কিন্তু, নাম্বি তাঁর গুরু Dr. Vikram Sarabhai কে সাহায্য করার জন্য ISRO তে যোগ দেন। সবটাই দেখানো হয়েছে এই ছবিতে। কী ভাবে অসম্ভবকে সম্ভব করলেন নাম্বি, তাও দেখানো হয়েছে এই সিনেমায়।
দেশের চেয়ে বড় আর কিছুই নয়। এক বিজ্ঞানী এই বার্তা দিচ্ছেন, তাই দেখানো হয়েছে Rocektry; The Nambi Effect ছবিতে। কিছু মানুষ তাঁকে পাগল বলবেন। কিছুজন স্বার্থপর বলছেন। তবে নারায়ণন ভারতের নিজস্ব স্পেস তৈরির জন্য কী করেছেন, সবটাই ফুটে উঠেছে এই ছবিতে। হাজার কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছেন তিনি। সবটাই দেখা গিয়েছে এই সিনেমায়।
এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন আর মাধবন। দক্ষতার সঙ্গে বিজ্ঞানীর একাল এবং সেকাল ফুটিয়ে তুলেছেন তিনি। পরিচালক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন মাধবম। ছবির বাকি তারকারাও দুর্দান্ত। মীনা নাম্বির চরিত্রে দেখা গিয়েছে সিমরনকে। তিনিও খুব ভালো কাজ করেছেন। এই ছবিটি ভারতকে নতুন করে ভাবতে এবং ভাবাতে শেখাবে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url