Nishash | নিঃশ্বাস | Shamiul Shezan | Bangla Lyrics
Nishash (নিঃশ্বাস) is the trendy Bangla music Sung by way of Shamiul Shezan. Tune Composed with the Shamiul Shezan. Nishash (নিঃশ্বাস) Lyrics In Bangla Written with the Shamiul Shezan and tune Programming preparations, and Directed by using Tune & Music Composition :Shamiul Shezan & Sheikh Yaqub.
Nishash | নিঃশ্বাস | Shamiul Shezan | Bangla Lyrics |
Song : Nishash (নিঃশ্বাস)
Vocal,Lyric,Tune & Composition : Shamiul Shezan
Mixing, Mastering & Music Arrangment : Shamiul Shezan
Edit,Color,Concept & Direction : Sheikh Yaqub
Language : Bangla
Label : Agniveena
কাছা কাছি এসেছি বাংলা লিরিক্স:-
যদি কেউ নিঃশ্বাসে
মিশে যায় পুরোটা
যদি কেউ অভ্যাসে
মিশে যায়
যদি কেউ স্বপ্ন হয়
তোমার ছায়া পথের
যদি কেউ অর্থ হয়
জীবনের
তবে যদি না থাকে
সেই ছায়া
তবে যদি না থাকে
সেই মায়া
জীবনে বিঁধে যাওয়া
তোমার স্বপ্ন সবি
সময়ের মিথ্যে স্রিতি
দিয়েছ সত আঘাত
নিরবে সব সয়েছি
এভাবে হারাবে ভাবিনি
যদি কেউ পথের শেষে
দাড়িয়ে বলে
ভালবাসে তোমায় অনেক
পরিশেষে সেই পথ
যদি শূন্য হয়ে যায়
তবে বাকি পথ কে দেখাবে
কি হবে হাতে হাত রেখে
হাজারো স্বপ্ন দেখার
কিভাবে ভেঙ্গে দিলে আমাকে
ভালবাসি বলে আজো নিরব
থাকবে তুমি সম্মানে
চিরকাল থাকবে আমার
ছায়া হয়ে
আজ তুমি নেই বলে সব
শূন্য আমার
আজ তুমি নেই বলে আধার
আমার
জীবনে বিঁধে যাওয়া
তোমার স্বপ্ন সবি
সময়ের মিথ্যে স্রিতি
দিয়েছ সত আঘাত
নিরবে সব সয়েছি
এভাবে হারাবে ভাবিনি
TAG:-
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url