Ekdike Prithibi Ek Dike Tumi | Tahsin Ahmed | Musfiq R. Farhan | Samira Khan Mahi | Hate Story | Bangla Lyrics
Ekdike Prithibi Ek Dike Tumi
Singer : Tahsin Ahmed Lyrics & Tune : Ahmed Imtiaz Bulbul Drama : Hate Story Cast : Musfiq R. Farhan & Samira Khan Mahi Edit : Robiul hasan Shohel DOP : Sahil Rony Director : Mehedi Hasan Hridoy Language : Bangla Label : G-Series
একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো বাংলা লিরিক্স:-
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারই বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো।
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারি বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো।
লালা লা লালা লা ….।।
যেখানে তুমি রবে
সেখানে আমি হবো ছায়া,
আমারই জীবন তুমি
করিনা প্রাণের কোনো মায়া।
আমি মরনও মেনে নেবো
প্রেমেরই বাজি যদি রাখো।
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারি বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো।।
আমাকে যেদিন তুমি
বন্ধু ওগো ভুলে যাবে,
ওপারে গিয়েছি চলে
হাওয়াতে খবর তুমি পাবে।
তুমি সয়নে স্বপনে জেনো
আমারই নাম ধরে ডাকো।
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারি বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো ..
লালা লা লালা লা ….।।
Ekdike Prithibi Ek Dike Tumi Lyrics In English :-
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url