বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে লিরিক্স | Bari wala Naire Bari Naire doniyate Lyrics
Singer | নাঈমুল হক |
Tune | নাঈমুল হক |
Song Writer | আব্দুল কাদের হাওলাদার |
চোখেরি পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমারি নিশ্বাস
হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে I
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি,
ভাবোনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি |
সুতোয় টান দিলে মালিক,
পারবে না থাকিতে |
বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়
বিলাসীতায় কেটেছে জনম কত অহংকার।
বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়
দামী কাপড় ছেড়ে হবে,
সাদা কাফন পরিতে
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে I
যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি,
জানাযায় শরিক হবে তোমার প্রতিবেশী।
স্বজনেরা নিয়ে যাবে,
তোমাকে পালকিতে,
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে,
TAG:
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে,বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে গজল,বাড়িওয়ালা নাইরে বাড়ী নাইরে দুনিয়াতে,বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে,bariwala naire bari,বাড়িওয়ালা নাইরে বাড়ি,বাড়িওয়ালা নাইরে বাড়ি,বাড়ি ওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে lyrics,বাড়িওয়ালা নাইরে বাড়ী নাইরে দুনিয়াতে,bariala naire bari naire duniyate | বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে,বাড়িওয়ালা নাইরে বাড়ি গজল,বাড়ি ওয়ালা নাইরে বাড়ি গজল,বাড়ি ওয়ালা নাইরে বাড়ি
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url