777 Charlie review in Bengali

সম্প্রতি একটি কান্নাডা মুভি ব্যাপক জনপ্রিয় পেয়েছে। এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে মানুষ হলের টিকিটই পাচ্ছে না। সেই মুভির গলাপ বলব আজ আপনাদের। 



মন ভালো করে দেওয়ার গল্প ‘৭৭৭ চার্লি’ মানুষ ও পশু কীভাবে একে অপরকে পরিপূর্ণ করে তারই এক সুন্দর নিদর্শন রক্ষিত শেট্টি-র অভিনীত সিনেমা চার্লি ৭৭৭ ( 777 Charlie )। দীর্ঘ ৩ বছর অপেক্ষার পর ১০ জুন এই সিনেমাটি মুক্তি পেল( 777 Charlie Release Date )। সিনেমাটি মুক্তির পরই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। এই চারদিনে তার মোট বক্স অফিস কালেকশন ৪.৫ কোটি ( 777 Charlie collection )। কমেডি ও আবেগপূর্ণতার সংমিশ্রণে মন জয় করেছে সিনেমা প্রেমীদের ( 777 Charlie review )।

সিনেমাটির লেখক ও ডাইরেক্টর কিরনরাজ কে. ‘ধর্ম’ নামের চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন কীভাবে একজন একাকীত্বে ঘেরা অমিশুক মানুষ তাঁর বাঁধাধরা জীবন-যাপনে পরিবর্তন আনছে কুকুর চার্লির হাত ধরে। সিনেমাটির মাধ্যমে পথকুকুরদের গ্রহণ করার সামাজিক বার্তা দিতে চেয়েছেন ডাইরেক্টার, তাই তিনি বলেন “যদি তুমি চাও কেও তোমাই সারা জীবন ভালোবাসুক, তবে একটি কুকুর কিনুন করুন ও তার দেখাশুনা করুন।”

ইতিমধ্যেই সিনামাটি কন্নড় সহ তামিল, তেলেগু, হিন্দি ও মালায়ালাম ভাষাতেও মুক্তি পেয়েছে। মূলত অ্যাডভেঞ্চার কমেডির এই সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই তা আলোচনার শীর্ষতে থেকেছে। মানুষ ও পশুর বন্ধুত্ব নিয়ে ভারতীয় সিনেমায় এর আগে বহু নজির থাকলেও এই সিনেমাটিকে দর্শকরা সম্পূর্ণ অন্যরকম বলছেন। কারণ কুকুরের প্রতি যে ভালোবাসা দেখানো হয়েছে তা আগে কখনও দেয়নি

অল্পগল্প: ধর্ম একা থাকতে ভালোবাসে। পাড়ার কারও সঙ্গে মেশে না সে। মাঝেমধ্যেই জড়িয়ে পড়ে হাতাহাতিতে। সমাজের বিরোধিতা করার প্রবণতাও রয়েছে তার মধ্যে। একদিন তার জীবনে এন্ট্রি নেয় চার্লি নামের প্রাণবন্ত একটি সারমেয়। তারপর?



ইংরাজিতে একটি প্রবাদ রয়েছে, "ইফ ইউ ওয়ান্ট টু লাভ সামওয়ান টু লাভ ইউ ফরেভার, বাই আ ডগ, ফিড ইট অ্যান্ড কিপ ইট অ্যারাউন্ড।" বাংলা তর্জমা করলে এর অর্থ, "যদি তুমি চাও কেউ আজীবন তোমাকে ভালোবাসুক, তাহলে একটা সারমেয় কিনে ফেল। তাকে খাওয়াও এবং নিজের কাছে রাখো।" Kannada Industry -র জনপ্রিয় পরিচালক Kiranraj K 777 Charlie ছবিতে মানুষ এবং সারমেয়র মধ্যে কী ভাবে সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে তা-ই দেখিয়েছেন।

১৬৬ মিনিটের এই ছবিতে ধর্ম নামের এক ব্যক্তির জীবনের কাহিনি দেখানো হয়েছে। সে একাকীত্বের মধ্যেই স্বস্তি খুঁজে পায়। প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে সে কারখানায় যায়। আবার দিন শেষে বাড়ি ফিরে আসে। ফেরার পর সে নিয়ম করে ইডলি খায়।মদ-সিগারেট সেবনের মতো বদভ্যাসও রয়েছে তার। তাছাড়া মাঝেমধ্যেই সে ঝামেলায় জড়িয়ে পড়ে। মারধর করে অন্যদের। স্বাভাবিকভাবেই পাড়ার লোকজন তাকে সমঝে চলে।



৩ দিনে ২৭ কোটি, KGF Chapter 2-র পর বাজিমাত 777 Charlie-র

তবে আচমকাই ধর্মের জীবন একেবারে পালটে যায়। কারণ, একদিন তার জীবনে আসে একটি মহিলা সারমেয়। পরে ধর্ম তার নাম দেয় চার্লি। এই কুকুরটি ভীষণ প্রাণবন্ত এবং উদ্যমী। সে ধর্মের জীবনে আসায় তার নেতিবাচক-একাকীত্বে ভরা জীবন একেবারে বদলে যায়। ধর্মের দৃষ্টিকোণও বদলায়। সে জীবনে অন্যভাবে দেখতে শুরু করে। বন্ধুত্ব এবং সৌহার্দ্যে ভরা এই ছবিতে দেখানো হয়েছে যে ভালোবাসার মাধ্যমে একটি মানুষকে আমূল বদলে ফেলা সম্ভব।

পোষ্যকে দত্তক নেওয়ার গুরুত্ব নিয়েও দুর্দান্ত বার্তা দিয়েছে এই ছবিটি। এর মাধ্যমে বহু পথকুকুরের জীবন বাঁচানো সম্ভব, তাও দেখানো হয়েছে এই ছবিতে। তাছাড়া আজকের যুগে কোনও ব্যক্তি অবসাদের কোলে ঢলে পড়া আম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সারমেয়রা যে হতাশা এবং অবসাদ দূর করতে সাহায্য করে সেই বিষয়টিও দেখানো হয়েছে এই ছবিতে। বাড়িতে পোষ্য রাখার ভালো দিকগুলিও দেখানো হয়েছে এই ছবিতে।

খুব সুন্দর করে বোনা হয়েছে 777 Charlie -র চিত্রনাট্য। Rakshit Shetty এবং Charlie -র বন্ডিংও দুরন্ত কায়দায় দেখানো হয়েছে। ছবিতে কমিক রিলিফও রয়েছে। এই ছবিতে চার্লির পারফর্ম্যান্স সত্যিই উল্লেখযোগ্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url