raksha bandhan 2022 Movie Story
অল্প গল্প
বাড়ির বড় ছেলে লালা কেদারনাথ তাঁঁর কাঁধেই গুরু দায়িত্ব চার বোনের বিয়ের। এদিকে কেদার বিয়ে করতে চায় ছোট বেলার বন্ধু সপনাকে। কিন্তু কেদারের ইচ্ছে নিজের বিয়ের আগে সে বিয়ে দেবে তাঁর চার বোনকে। লালা কেদারনাথের সেই ইচ্ছে কী পূরণ হবে নাকি ভাগ্যে লেখা আছে ্অন্য কিছু।
দিল্লির চাঁদনি চকের ফুচকা বিক্রেতা হলেন লালা কেদারনাথ (অক্ষয় কুমার) । ফুচকাওয়ালা হিসেবে গর্ভবতী মহিলাদের মধ্য়ে তিনি বেশ বিখ্যাত। কেদারের বিশ্বাস তাঁর হাতের ফুচকা খেলেই পুত্র সন্তান জন্ম দেবেন গর্ভবতী মহিলারা। তবে বাস্তব জীবনে কেদারের চারপাশে রয়েছে পাঁচ নারী। অর্থাৎ তাঁর চার বোন ও ছোটবেলার বান্ধবী সপনা। তবে কেদারের এই চার বোন কী একে অপরের থেকে আলাদা। গায়্ত্রী, দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী। চার বোনের মধ্যে গায়ত্রী হল দায়িত্ববান, দুর্গা হল একটু স্হূলকায়, গায়ের রং সামন্য চাপা লক্ষ্মী, শেষ বোন সরস্বতী একেবারে টমবয়। আসলে বিয়ের বিষয়ে ছুঁৎমার্গ থাকে যে যে বিষয়ে সেই সব কটি রয়েছে আনন্দের ছবিতে।
লালা তাঁর মৃত্যু শয্যায় থাকা মাকে প্রতিজ্ঞা করেছিল সে ততদিন বিয়ে করবে না যতদিন তাঁর চার বোনকে পাত্রস্থ করতে পারছে। তবে শত চেষ্টা করেই বোনেদের জন্য যোগ্য বর খুঁজে পাচ্ছেন না অভিনেতা। এদিনে ছেলেবেলার বন্ধু সপনা (Bhumi Pednekar) অপেক্ষায় রয়েছে লালার। শেষ মেষ কী করে হবে লালা -স্বপনা বিয়ের চার বোনকে কীভাবে বিয়ে দেবে লালা আদৌ কি বিয়ে দিতে পারবে সেই সব নিয়ে তৈরি এই ছবির গল্প।
অতরঙ্গি রে- এর সাফল্যের পর ফের একসঙ্গে জুটি বাঁধলেন আনন্দ এল রাই ও হিমাংশু শর্মা। ছবির প্রথমার্ধ খুব সুন্দর করেই সাজিয়েছেন আনন্দ ভাই বোনের সম্পর্ক তাঁদের খুনসুঁটি সবটাই বেশ উপভোগ্য। তবে ছবির দ্বিতীয়ার্ধ বেশ আবেগেপূর্ণ, ও সমাজিক বার্তায় ভরপুর। তবে তা সত্ত্বেও জমল না চিত্রনাট্য। যদিও প্রতিটি চরিত্রকে সমান সুযোগ দিয়েছেন পরিচালক। তবে আনন্দ এল রাই তাঁর বাকী ছবির মতো এই ছবির গল্পের শেষেও রয়েছে চমক। তবে ছবিতে হিমেশ রেশমিয়ার সংগীত একেবারেই দাগ কাটতে পারেনি।
লালা কেদারনাথের চরিত্রে অক্ষয় কুমারে (Akshay Kumar) চার বোনের বড় দাদার চরিত্র তাঁর আবেগকে বেশ নিঁখুত ভাবে ফুটিয়ে তুলেছেন। ভূমির সঙ্গে অক্ষয়ের অন স্ক্রিন কেমিষ্ট্রি ভালো তবে আরো ভালো হতে পারত। এই ছবিতে চার বোনের চরিত্রে নবাগতা শাহজমিন কৌর, সাদিয়া খেতাব, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্থ খুব ভালো কমিক টাইমও বেশ ভালো। অন্যদিকে ঘটকের চরিত্রে সীমা পাওয়াকে প্রতিবারের মতো তাঁর কমেডি দিয়ে দর্শকদের বিনোদন দিয়েছেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url